দাউদকান্দিতে ভেজাল মসলা উৎপাদনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ভেজাল মসলা উৎপাদন ও বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযানে “মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ”, গৌরীপুর বাজার, দাউদকান্দির স্বত্বাধিকারী মোঃ বাবুল মিয়া (৫৮) কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, বিএসটিআই থেকে মান সনদ না নিয়েই হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া পণ্য বিক্রি করছিলেন।
অভিযানে আরও একটি প্রতিষ্ঠান “থ্রি এম অটো ওয়েল মিল” কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, কারণ প্রতিষ্ঠানটি বিএসটিআই এর অনুমোদন ছাড়াই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সরিষার তেল বিক্রি করছিল।
এছাড়া, “মেসার্স মতিন মসলা ঘর” প্রতিষ্ঠানটি মোড়কজাত সনদ ছাড়াই হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া উৎপাদন ও বিক্রির দায়ে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল ও মোঃ হাফিজুর রহমান।
জনস্বার্থে এমন মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।