বৃহস্পতিবার,৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দির বারপাড়া সাবেক ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২৪

দাউদকান্দির বারপাড়া সাবেক দাউদকান্দির বারপাড়া সাবেক ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি:

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন তালুকদার উপজেলার বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জায়গীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মনির তালুকদার ৯০দশকে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ হয়েছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি