বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বাগমারায় ছাত্রলীগ নেতাকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২৪

বাগমারায় ছাত্রলীগ নেতাকেবাগমারায় ছাত্রলীগ নেতাকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার দুপুরে পরিবারের জিম্মায় মেহেদী ছেড়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি বুধবার রাতে রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। রাতে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহয়তায় মেহেদীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি