বৃহস্পতিবার,১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » দুই সন্তান ও ১ কোটি ভক্তের সান্নিধ্যে পরীমণির বিশেষ জন্মদিন উদযাপন


দুই সন্তান ও ১ কোটি ভক্তের সান্নিধ্যে পরীমণির বিশেষ জন্মদিন উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২৪

ভক্তের সান্নিধ্যেদুই সন্তান ও ১ কোটি ভক্তের সান্নিধ্যে পরীমণির বিশেষ জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আজ তার ৩৩তম জন্মদিন উদযাপন করছেন। জীবনের ৩২টি বসন্ত পেরিয়ে এবার তিনি সাদামাটা ভাবেই তার জন্মদিন পালন করেছেন। প্রতিবারের মতো বিশাল আয়োজন না করে, এবারের জন্মদিনে ছিল না কোনো চাকচিক্য বা জমকালো আয়োজন।

গত বছর তার নানার মৃত্যু হয়, আর পরীমনির জীবনে তার নানা ছিলেন সবচেয়ে আপন। নানার অনুপস্থিতিতে এবারের জন্মদিনে তিনি আনন্দের বদলে ছিলেন কিছুটা নিরুত্তাপ। তাই কাছের কিছু মানুষ এবং দুই সন্তানকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিনি।

তবে শুধু কাছের মানুষ আর দুই সন্তানই নয়, তার সঙ্গে ছিলেন আরও এক কোটি ৬০ লাখ ভক্ত, যারা তাকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য পরীমনি রেখেছিলেন একটি বিশেষ কেক। ভক্তদের সঙ্গে জন্মদিনের এই মুহূর্ত ভাগাভাগি করতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। জন্মদিন পালনের কোনো পরিকল্পনা ছিল না। কারণ, আমার নানু ভাই ছাড়া আমি খুব একা। প্রতিবছর তার হাত ধরেই কেক কাটতাম। কিন্তু তিনি এখন আর নেই। ভেবেছিলাম, যান্ত্রিক শহর থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাব। কিন্তু কিছু প্রিয় মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। তাই আমি চাই এই মুহূর্তটি আমার দুই সন্তান এবং এক কোটি ৬০ লাখ ভক্তের সঙ্গে ভাগ করে নিতে।”

এদিকে, পরীমনি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ সিরিজটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে। সিরিজটিতে প্রধান ভূমিকায় রয়েছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এছাড়াও, শিগগিরই টালিউডে তার অভিষেক হতে যাচ্ছে ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি