শনিবার,২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশের বেসরকারি খাতের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস: গভর্নর


দেশের বেসরকারি খাতের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস: গভর্নর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০২৪

যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকেরদেশের বেসরকারি খাতের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস: গভর্নর

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানতে চেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের অংশীদারত্ব কীভাবে অগ্রসর হচ্ছে এবং এ খাতের পুনরুদ্ধার কেমন চলছে। মার্কিন সরকার এ খাতে নীতি সহায়তা দিতে প্রস্তুত এবং একই সঙ্গে বিশ্বব্যাংকও বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর আগে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সাইডলাইনে স্টেট ডিপার্টমেন্ট ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

গভর্নর বলেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের উন্নয়নে নীতি সহায়তা দিতে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সহায়তার মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনতে চায়। তিনি আরও জানান, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে সম্পদ গড়েছেন এবং অর্থ পাচার করেছেন, তাদের সম্পদ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গভর্নর বলেন, চরম তারল্য সংকটেও গ্রাহকদের ধৈর্যের প্রশংসা করছি। তারা কোনো প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেনি। বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেয়া হচ্ছে।

সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো মূল্যস্ফীতি কমলে আগামী ৬ মাস পর বাংলাদেশেও সুদহার কমানো সম্ভব হবে। সম্প্রতি মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে, যা আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।

আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সম্পদের মূল্যায়ন শুরু করবে বাংলাদেশ ব্যাংক, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে সম্পন্ন হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি