পুলিশ একাডেমিতে ৫৯ এসআইয়ের বিরুদ্ধে শোকজ নোটিশ
বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অন্তত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ হলে শৃঙ্খলা ভঙ্গ এবং উচ্চস্বরে কথা বলার অভিযোগে এই ৫৯ জন এসআইকে শোকজ করা হয়েছে। তারা সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচের প্রশিক্ষণার্থী।
প্রথমে গত ২১ অক্টোবর ১০ জন এসআইকে শোকজ করা হয় এবং পরবর্তীতে ২৫ অক্টোবর আরও ৪৯ জন এসআইকে এই নোটিশ প্রদান করা হয়। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ শোকজের নোটিশে স্বাক্ষর করেন।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভুঞা গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। একাডেমি সম্পর্কিত কোনো বক্তব্য প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর জানান, এই বিষয়ে তিনি এখনও কিছু জানেন না, তবে জানতে পারলে পরবর্তীতে গণমাধ্যমকে জানাবেন।
এর আগে প্রশিক্ষণ চলাকালে নাশতা নিয়ে হইচইয়ের দায়ে এই ব্যাচের ২৫২ জন এসআইকে শোকজ করা হয়, যাদের জবাব সন্তোষজনক না হওয়ায় পরে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে উপ-পরিদর্শক পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় এবং তাদের পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে তারা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মস্থলে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন।