চাঁদপুরে স্ত্রীকে আগুনে পুড়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
চাঁদপুরের মতলব উপজেলায় স্ত্রী ফেরদৌসী আক্তারকে (২৫) হত্যার পর মরদেহ নদীতে ফেলে গুমের অভিযোগ উঠেছে স্বামী ইয়াসিনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকায়। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ অভিযুক্ত স্বামী ইয়াসিনকে আটক করে।
নিহত ফেরদৌসী আক্তার নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।
স্থানীয়দের মতে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইয়াসিন স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর গলা চেপে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন, যাতে হত্যার বিষয়টি কেউ জানতে না পারে। পরদিন সকালে চরমাছুয়া এলাকার ধনাগোদা নদী থেকে ফেরদৌসীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে মো. আব্দুল্লাহ (৭) জানান, রাতে ভাত খেতে এলে আব্বুর সাথে আম্মুর ঝগড়া হয়। একপর্যায়ে আব্বু গ্যাসের চুলার আগুন দিয়ে আম্মুকে জ্বালিয়ে দেয় এবং পরে গলাটিপে হত্যা করে। তারপর জামা পরিবর্তন করে অটোরিকশায় করে আম্মুর মরদেহ নিয়ে বের হয়ে যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আগুনে পুড়িয়ে মরদেহ গুমের উদ্দেশ্যে ধনাগোদা নদীতে ফেলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে।