সাবেক দুই মন্ত্রী ও আট এমপিসহ ২৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, সাবেক আট সংসদ সদস্য এবং জেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪০ জন নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি নাশকতা ও বিস্ফোরক আইনে করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ একে একরামুজ্জামান, একই আসনের সাবেক সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজু এবং অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শাহ আলম প্রমুখ।
এছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, মো. বিল্লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মিসেস নায়ার কবির, সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, ডা. আবু সাঈদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এজাহারে বাদী আনিছুর রহমান অভিযোগ করেন, আসামিরা গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন শস্ত্র নিয়ে সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মারধর করেন। এসময় এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন মামলাটি দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।