তৃতীয় বিয়ে, ন্যানিকে ঘরে তুললেন বিগ বস তারকা আরমান মালিক
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছেন ইনফ্লুয়েন্সার আরমান মালিক। সম্প্রতি তিনি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন, আর এবার বিয়ের পাত্রী হলেন তার সন্তানদের ন্যানি, লক্ষ্যা। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে।
আরমান মালিক, যিনি মূলত বিগ বস ওটিটি সিজন ৩-এ অংশগ্রহণের পর ব্যাপক পরিচিতি লাভ করেন, এর আগে পায়েল ও কৃতিকাকে বিয়ে করেন। বিগ বসে তিনজনের একসঙ্গে উপস্থিতি দেখে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। কৃতিকার সঙ্গে বিয়ের জন্য আরমান হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম সন্দীপ থেকে পরিবর্তন করে আরমান মালিক রাখেন। তবে বর্তমানে তিনি অফিসিয়াল কাগজপত্রে উভয় নামই ব্যবহার করেন।
সম্প্রতি করবা চৌথ উদযাপনের ছবিতে লক্ষ্যা ও আরমানের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে, যা দেখে অনেকে তাদের সম্পর্ক নিয়ে সমালোচনা শুরু করেন। লক্ষ্যার হাতে মেহেন্দিতে আরমানের নাম দেখা যায়, যা এই বিয়ের খবরের সত্যতা বাড়ায়। এ ঘটনায় আরমান সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেন, “মানুষের কাজই হলো জাজ করা। তবে মনে রাখতে হবে— মানুষের কথায় তো আর পেট ভরে না।”
এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ সমর্থন করছেন আবার অনেকে সমালোচনা করছেন। তবে আরমানের ব্যক্তিগত জীবন নিয়ে জনমনে যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।