শুক্রবার,৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের খুব দ্রুত বিচার করতে হবে: মামুনুল হক


ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের খুব দ্রুত বিচার করতে হবে: মামুনুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২৪

মন্ত্রিসভার সদস্যদেরফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের খুব দ্রুত বিচার করতে হবে: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ছাত্র-জনতাসহ প্রতিটি গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত। একই সঙ্গে তিনি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের বিচারের দাবি জানান। তিনি ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনারও দাবি করেন।

আজ শনিবার দুপুর ১২টায় নোয়াখালী চৌমুহনী রেলওয়ে ময়দানে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। খেলাফত মজলিসের নোয়াখালী জেলার সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন এর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন শায়েখ ইউসুফ আল মাদানী।

এ সময় মামুনুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার জন্য সঠিক বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত হলে এ জাতির কাছে জবাব দিতে হবে। জাতির এই ক্রান্তিলগ্নে তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সৈরাচারী হাসিনা সরকার অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং ২০২১ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের সময় ঢাকায় শাপলা চত্বরে হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ২৫ জন আলেমকে হত্যা করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে। বিজয় ও স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তেমনি ধরে রাখা কঠিন। হাসিনা এখনো ষড়যন্ত্র করছে, আপনাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি বসে নেই।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছে, দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে। তিনি বলেন, আওয়ামী লীগ এত বড় দল হলেও বঙ্গবন্ধুকে হত্যার পর ধানমন্ডিতে তার লাশ পড়ে থাকার পরও একজন মানুষও দেখতে যায়নি। এজন্য তিনি আওয়ামী লীগের প্রতিও প্রতিশোধের অপেক্ষায় ছিলেন। তিনি হাজার হাজার নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারের কাছে পালিয়ে গেছেন। তিনি ভারত সরকারকে অনুরোধ করেন, শেখ হাসিনা একজন খুনি আসামি। তাকে বাংলাদেশে হস্তান্তরের আহবান জানান।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী সভাপতি আব্দুর রহমান জিহাদী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি