রবিবার,২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের চমক ব্যবহারকারীদের জন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের চমকহোয়াটসঅ্যাপে নতুন ফিচারের চমক ব্যবহারকারীদের জন্য

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ এর ব্যবহার সহজ। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজেও অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট গেজেট ৩৬০ এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এবার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো একটি বিশেষ ফিচার নিয়ে আসছে, যার নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাটাস আপডেট’। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাসে নিজের পছন্দমতো মিউজিক যুক্ত করতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিগগিরই এই ফিচারটি চালু হবে, যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২২.১১ সংস্করণে ইতোমধ্যেই এই ফিচারটি দেখা গেছে। হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্যও একই ধরনের একটি ফিচার আসছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ট্যাগিং ফিচার চালু করেছে। এখন ব্যবহারকারীরা স্ট্যাটাসে পছন্দের কাউকে ট্যাগ করতে পারবেন। এতে করে ট্যাগকৃত ব্যক্তির সঙ্গে সেই স্ট্যাটাসটি বিশেষভাবে শেয়ার হবে। তবে, কারো স্ট্যাটাসে কাকে ট্যাগ করা হয়েছে, তা প্রকাশ পাবে না। একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচজনকে ট্যাগ করতে পারবেন এবং শুধুমাত্র ট্যাগকৃত ব্যক্তির কাছেই এই নোটিফিকেশন পৌঁছাবে।

এছাড়াও, নতুন ফিচার হিসেবে স্ট্যাটাস লাইক করার সুবিধা আসছে। একটি বাটনে ট্যাপ করলেই স্ট্যাটাসটি লাইক হয়ে যাবে। এর প্রাইভেসি সুরক্ষিত থাকবে, কারণ যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, সে ছাড়া অন্য কেউ এই লাইক দেখতে পারবে না।

এছাড়া, মেটা এআই ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। মেটা এআই ভয়েস মোডে ব্রিটিশ ও আমেরিকান উভয় অ্যাকসেন্ট থাকবে, যাতে ব্যবহারকারীদের বুঝতে কোনো অসুবিধা না হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি