রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২৪

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনসোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের জন্য ভোগান্তি কম হবে।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করা। এই এলাকায় যানজট একটি বড় সমস্যা, তাই রাস্তা এবং পার্কিং এর জায়গা আরও প্রশস্ত করতে হবে, এবং এ বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, রাস্তা প্রশস্ত করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ আগামী ৬ মাসের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।

প্রকল্পে বাজেট বাড়ানোর প্রবণতা নিয়ে তিনি বলেন, এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে এবং বরাদ্দকৃত বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট প্রদান করা হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি