শুক্রবার,৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংস্কার কমিশনের জন্য সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন


সংস্কার কমিশনের জন্য সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৪

জাতিসংঘ মানবাধিকারসংস্কার কমিশনের জন্য সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর জন্য কারিগরি সহায়তা দিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন প্রস্তুত রয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে সংস্কার কমিশনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক এই আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে জানান, যেকোনো কমিশন যদি কারিগরি সহায়তা চায়, জাতিসংঘ তা প্রদান করতে আগ্রহী। এছাড়াও লজিস্টিক সহায়তাও দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত বৈচিত্র্যসহ সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক দুই দিনের সফরে ২৮ নভেম্বর দিবাগত রাতে ঢাকায় পৌঁছান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি