রবিবার,১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা


রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৪

রমজানে ঘাটতি মোকাবিলায়রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি রোধে সরকার সচেতন রয়েছে। এজন্য চাল, ডাল, তেল এবং ছোলাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে বিষয়ে সরকার সবসময় সতর্ক রয়েছে।’

উপদেষ্টা আরও জানান, রমজান উপলক্ষে খেজুরের আমদানিও বাড়ানো হবে। এছাড়া তেল, চাল, ডাল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করার জন্য ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি