শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলা বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২৪

খালেদা জিয়ার বিরুদ্ধেখালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলা বাতিল

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এসময় আদালতে উপস্থিত ছিলেন— জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী প্রমুখ।

পরে আইনজীবীরা জানান, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা করা হয়। এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না; তবে চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে হাইকোর্টের আদেশে এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ হাইকোর্ট ১০টি মামলা বাতিল করেন।

এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেন।

৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর খালেদা জিয়ার সাজা বাতিল হয় এবং তিনি মুক্তি পান। গত ৩০ অক্টোবর রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা বাতিল করেন হাইকোর্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি