শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মিরপুরে সংঘর্ষের ঘটনায় ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২৪

মিরপুরে সংঘর্ষের ঘটনায়মিরপুরে সংঘর্ষের ঘটনায় ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের এবং সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আন্দোলনকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বরের কাফরুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের আল আমিন (১৮) এবং ঝুমা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনটেক্সের শ্রমিকেরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ গত রাতে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষের সময় আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ শ্রমিক আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করা হলে তিনি বাসায় ফিরছিলেন। তখন তার পিঠে গুলি লাগে বলে জানান সহকর্মী মো. কবির হোসেন।

আর গুলিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানান বড় বোন মর্জিনা বেগম।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাকুরিচ্যুতি ও স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো গার্মেন্টস কর্মী মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন।

আত্মরক্ষার জন্য পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি