শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা


আগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২৪

আগামী দুই বছরে সরকারি খাতেআগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। বিশ্বব্যাংকের সহায়তায় যারা এখনও কোনো প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হননি, এমন ৯ লাখ যুবকের জন্য প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

গত শুক্রবার (১ নভেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আসিফ মাহমুদ বলেন, “আমরা সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে এবং সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে। কেউ তার লিঙ্গ, ধর্ম, বর্ণ বা ভাষার কারণে নিগৃহীত হবে না। আজকের তরুণ-যুবসমাজ এই রাষ্ট্র গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করবে।”

যুবক ও যুব নারীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা ৫ আগস্টের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ভূমিকা পালন করেছিল, তাদের সরকারি কার্যক্রমে যুক্ত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। এর অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর ট্রাফিক কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

জাতীয় যুব দিবস উপলক্ষে ৬৪টি জেলায় খাল ও জলাশয় পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়াও, সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “তরুণদের সাহসিকতা ও ইচ্ছাশক্তি বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করবে। জুলাই অভ্যুত্থানে তরুণদের অবদান সারা পৃথিবীকে নতুন দিশা দিয়েছে। তরুণরা যদি এই উদ্যম কাজে লাগাতে পারে, তবে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো।”

অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি