মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২৪

কুমিল্লায় ৪১ লক্ষাধিক টাকারকুমিল্লায় ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করেছে। অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ ৭হাজার টাকা।

শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস-এর নিকটবর্তী সুইচ গেইট এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চাঁনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস ভারতীয় শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২,৬০০ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১,৭০০ পাতা শ্যাম্পু এবং ১,৭৮০টি মেহেদী।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি