কুমিল্লা নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও পলিথিন জব্দ
জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের কান্দিরপাড় নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) এ অভিযানে একটি দোকানকে একটি মামলায় ২০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।