মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করেছে যৌথবাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২৪

কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসীকুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে আরিফের কাছ থেকে একটি ওপেন বোল্ট শটগান, দুটি দা, ছয়টি ধারালো ছুরি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি