লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৭০ জন বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৭০ জন বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের দেশটিতে আটকে পড়া এই বাংলাদেশিরা সরকারি খরচে দেশে ফিরে আসেন। এ নিয়ে সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত লেবানন থেকে মোট সাতটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৮ জন বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা করেছে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম কর্মকর্তারা। প্রত্যাবাসনকৃত প্রতিটি ব্যক্তিকে ৫ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে দেশে ফিরে আসা প্রবাসীদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান। এখন পর্যন্ত লেবাননের বোমা হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় আটকে থাকা প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার পাশাপাশি সেখানে থাকতে আগ্রহী প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।