বৃহস্পতিবার,১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ


এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২৪

এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণএলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, অক্টোবর মাসে এলপিজির দাম ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, আগস্ট মাসে ১১ টাকা বৃদ্ধি করে ১,৩৭৭ টাকা নির্ধারণ করা হয়, যা জুলাই মাসের তুলনায় বেশি ছিল।

গত জুন ও মে মাসে মূল্য যথাক্রমে ৩০ এবং ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৬৩ টাকা এবং ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া এপ্রিল মাসেও দাম কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এর আগে টানা আট মাস ধরে এলপিজির দাম বৃদ্ধি পেয়ে আসছিল।

নভেম্বর ২০২৪ মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে, এই দাম নির্ধারণে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি