বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং চান্দিনা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আজ বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) অভিযানের সময় মেসার্স আরোহি জুয়েলার্সকে মেট্রিক পদ্ধতির একক ‘গ্রাম’ ব্যবহার না করে ভরি, আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ২,০০০/- (দুই হাজার টাকা) জরিমানা করা হয়। একই কারণে মেসার্স রাধিকা জুয়েলার্সকে ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা), মেসার্স সাহা জুয়েলার্সকে ২,০০০/- (দুই হাজার টাকা) এবং মেসার্স নিশিতা জুয়েলার্সকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।
এছাড়াও, মেসার্স আসাদ স্টোরকে ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে ৫০০/- (পাঁচশত টাকা) জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ও জনাব মো: আমিনুল ইসলাম শাকিল।
এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।