মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অপরাধী যেই দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


অপরাধী যেই দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২৪

অপরাধী যেই দলেরই হোকঅপরাধী যেই দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যেই দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হলেও, এখনও আরও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি কোনোভাবেই যেন না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর একসময় একটি খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে বর্তমানে সেখানে পরিস্থিতি অনেকটা সহনীয় হয়ে উঠেছে। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেল অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। এছাড়া, রাস্তা থেকে অবৈধ দোকানপাট সরিয়ে দেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে কাজ করা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নতুন এসেছেন, তাদের জন্য শহরের অলিগলি চেনার সুযোগ সৃষ্টি করতে হবে। রিকশা যাতে মূল সড়কে প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেয়া হবে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি