মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মদ ছুঁয়ে দেখেননি কার্তিক, জানালেন তার আসল নেশা কী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২৪

মদ ছুঁয়ে দেখেননি কার্তিকমদ ছুঁয়ে দেখেননি কার্তিক, জানালেন তার আসল নেশা কী

ডেস্ক রিপোর্ট:

বলিউডে এ প্রজন্মের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তিনি অর্থ, খ্যাতি, যশ— সব কিছুই পেয়েছেন। তবে তার একটি গুণ রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে, আর তা হল— মায়ের অবাধ্য না হওয়া। আজও তিনি মায়ের কথা মেনে চলেন এবং মায়ের নিষেধের কারণে কখনো মদ পান করেননি। মায়ের এই নিষেধের কারণে মদ কী তা জানার আগ্রহও তার হয়নি। তবে, মদ থেকে দূরে থাকলেও তার একটি নেশা রয়েছে, আর সেটি হল— গাড়ি ও বাইক।

কার্তিক নিজেই বলেন, “মদপান বা অন্য কিছু থেকে অনেক বেশি নেশা আমার গাড়ি ও বাইকের প্রতি।” তার সংগ্রহে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে স্পোর্টস বাইক ডুকাটি স্ক্র্যাম্বলারও রয়েছে। যদিও, মায়ের নিষেধের কারণে তিনি কখনো সেগুলি চালান না। অভিনেতা জানান, “বাইক চালাতে আমি ভীষণ ভালোবাসি, তবে মা নিষেধ করে, তাই চালাই না। বাইকগুলো পড়ে থাকে, কিছুই করি না।”

একটি সময় ছিল যখন তার ছিল তিন হাত ঘোরা একটি গাড়ি, যা কিনেছিলেন মাত্র ৪৫ হাজার টাকা দিয়ে। কার্তিক বলেন, “গাড়ির দরজা একবার বন্ধ হলে সহজে খুলত না, কিন্তু তাও আমি কিনেছিলাম। কারণ, রেড কার্পেটে যাওয়ার সময় অটো ধরতে চাইতাম না।” এমনকি, দুর্ভোগ সহ্য করেও গাড়িটা তার জন্য ছিল বিশেষ।

‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর প্রযোজক ভূষণ কুমার তাকে একটি ম্যাকল্যারেন জিটি উপহার দেন, যা ভারতের প্রথম ম্যাকল্যারেন গাড়ি, যার দাম প্রায় ৫ কোটি টাকা। এছাড়া, তিনি নিজের জন্য একটি কালো ল্যাম্বরঘিনি কিনেছিলেন এবং গাড়ির ডিকিতে খাবার খেতে দেখা গেছে তাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি