কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুই শিশু শিক্ষার্থী নিহত
কুমিল্লায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীরা হলেন জুনায়েদ হোসেন (১২) এবং ফাহিমা (৯)। তারা উভয়ই হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান এবং ছগুরা এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে জাহাঙ্গীর আলম তার দুই সন্তানকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে ছগুরা আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাদ্রাসার কাছাকাছি পৌঁছানোর পর সুগন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ ও ফাহিমা প্রাণ হারায়। এ দুর্ঘটনায় তাদের বাবা জাহাঙ্গীর আলমসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম জানান, সুগন্ধা পরিবহণের বাসটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়, যার ফলে দুই মাদ্রাসা শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর বাস ও সিএনজি উভয় যানবাহনকে জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।