তিনি আরও বলেন, আমরা প্রতিনিধিত্বশীল ছাত্র তৈরি করবো, নেতা নয়। গত ১৬ বছরে যারা নেতার পদে এসেছেন, তাদের অনেকেরই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার নজির রয়েছে। আমরা এমন কোনো নেতা চাই না। বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির মঞ্চে পরিণত করা উচিত নয়। উত্তরবঙ্গের নেতৃত্ব তৈরি করতে চাইলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “জুলাই বিপ্লবকে সমুন্নত রাখা এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয়” শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারজিস আলম আরও বলেন, যদি আমরা ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব এই বিশ্ববিদ্যালয় থেকে চাই, এবং যদি আমরা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হকের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করতে চাই, তাহলে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ করতে হবে।