মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনীতে ১৫ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০২৪

যুবক গ্রেফতারফেনীতে ১৫ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ফেনী সদর থানাধীন লালপোল এলাকায় একটি মাদ্রাসায় ১৫ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালকের ছেলে নুর হোসেন (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহারের ভিত্তিতে লালপোল সংলগ্ন মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয় এবং নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী নুর হোসেনকে (১৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর হোসেন ওই মাদ্রাসার পরিচালকের ছেলে সোনাগাজী থানা এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

মামলার অভিযোগ অনুসারে, গত ৮ নভেম্বর মাদ্রাসা থেকে ভুক্তভোগীর মাকে ফোনে জানানো হয় তার ছেলে গুরুতর অসুস্থ, চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এরপর তার মা মাদ্রাসায় এসে ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান এবং তাকে জিজ্ঞাসা করলে সে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফেনী মডেল থানায় নুর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে আমরা নুর হোসেনকে মাদ্রাসা থেকে গ্রেফতার করি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি