হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমন কল্যাণ লাহিড়ী মন্তব্য করেছেন যে, বাঙালি হিসেবে আমরা কখনোই চাই না বাংলাদেশের কোনো ক্ষতি হোক। একইসাথে, অন্য কোনো বাঙালি রাষ্ট্রের অবনতি হোক তাও আমাদের কাম্য নয়।
গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। তারপর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে, যা ভারত-বাংলাদেশের সম্পর্কের মাঝে টানাপোড়েনের আভাস দেয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার প্রভাব ভারত-বাংলাদেশের সম্পর্কে কেমন হবে—এ নিয়ে সংশয় দেখা দেয়। অধ্যাপক লাহিড়ী বলেন, ভারত চেয়েছিল ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসুন। তার মতে, বাংলাদেশের আধুনিক রাষ্ট্র কাঠামো ও স্থিতিশীলতা ট্রাম্পের প্রশাসনের অধীনে বজায় থাকবে। ট্রাম্প ভারতবর্ষের এবং বাঙালির মনন বুঝতে সক্ষম হবেন এবং দুই দেশের সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হবেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে অধ্যাপক লাহিড়ী উল্লেখ করেন যে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো নেতার দেশ ছেড়ে যাওয়া উচিত নয়। তিনি বলেন, “অন্যায় বা অপরাধ হলে বিচার হওয়া উচিত, ট্রাইবুনাল হতে পারে, পদত্যাগ করা যেতে পারে; তবে দেশ ছেড়ে পালানো উচিত নয়।”
অধ্যাপক আরও জানান, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু রাষ্ট্র গড়তে হবে এবং যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করবে। তিনি পরামর্শ দেন যে, আওয়ামী লীগ ও বিএনপি চাইলেই জোটবদ্ধ হয়ে বা পৃথকভাবে নির্বাচনে অংশ নিতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে প্রশংসা করে তিনি বলেন, তার উচিত দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। ভারতীয় বাঙালিরা সবসময় চায় ভারত-বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক ড. কনক সরকার জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয় ভারতের জন্য গুরুত্বপূর্ণ। মোদী-ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশকে নতুন সম্পর্কের সমীকরণে অংশ নিতে হবে।
তিনি শেখ হাসিনার প্রসঙ্গে বলেন, “তিনি দেশ ছেড়েছেন, যা তার শাসনের পতনের নির্দেশ করে। তাই তার দেশে ফেরা বাস্তবে সম্ভব নয়, এবং তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। নতুন সরকার নির্বাচনের মাধ্যমেই আসবে।”