শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মুনতাহাকে গলা টিপে হত্যা করলেন তার সাবেক গৃহশিক্ষিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০২৪

গলা টিপে হত্যামুনতাহাকে গলা টিপে হত্যা করলেন তার সাবেক গৃহশিক্ষিকা

ডেস্ক রিপোর্ট:

সিলেটের কানাইঘাট উপজেলায় শিশু মুনতাহা আক্তার জেরিনের (৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সাবেক গৃহশিক্ষিকা শামিমা বেগম মুনতাহাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুনতাহার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। তাকে খুঁজে পাওয়ার জন্য সাধারণ মানুষ আকুতি জানাচ্ছিলেন। অবশেষে, তার সন্ধান মেলে, তবে সেটি ছিল দুঃখজনক। আজ রবিবার ভোরে, নিখোঁজ হওয়ার সাতদিন পর তার নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার নিথর দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, ৩ নভেম্বর মুনতাহার বাবা থানায় গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার খবর জানান এবং পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় মুনতাহার সাবেক গৃহশিক্ষিকা শামিমা বেগম মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হত্যার দায় স্বীকার করেন। মার্জিয়া জানান, ৩ নভেম্বর সন্ধ্যায় মুনতাহাকে তাদের ঘরে গলা টিপে ও বস্তা দিয়ে চাপা দিয়ে হত্যা করেন তিনি।

পুলিশ জানিয়েছে, তদন্তে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। ইতিমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শামিমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বেগম, নানি কুতুবজান বেগম, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন এবং নাজমা বেগম। তারা সকলেই কানাইঘাটের বাসিন্দা এবং শিশু মুনতাহার প্রতিবেশী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি