রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২৪

কুমিল্লা বাদশা মিয়ার বাজারকুমিল্লা বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার:

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছার বাদশা মিয়ার বাজার এবং রানীর বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অভিযানে ৫টি দোকানকে ৫টি মামলায় মোট ৩৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও শাহীন আক্তার শিফা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক চন্দন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, হিসাবরক্ষক জনাব তোফায়েল আহমেদ মজুমদার ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি