কুমিল্লায় প্রায় ৩৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিভিন্ন প্রকার ৪৮৭ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়।
আটককৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি এই সাফল্যকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।