যদি প্রয়োজন হয়, দ্বিতীয় অভ্যুত্থান ঘটবে: সারজিস আলম
দেশের জন্য প্রয়োজন হলে দ্বিতীয় অভ্যুত্থান ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।
আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
সারজিস আলম ফেসবুকে লেখেন, “গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।”
এদিকে, আজ একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না। আমরা একটি জাতীয় সরকার গঠন করবো। যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যা কোথায়? সন্দেহ কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের (অন্তর্বর্তী সরকার) ওপর আসতে শুরু করেছে।