ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার প্রাণহানি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগুঞ্জে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ৬৫ বছর বয়সী বৃদ্ধা নিহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন তালশহর এলাকার রেললাইন এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই (নি.) সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকায় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এছাড়া, এসআই সুব্রত বিশ্বাস আরও জানান, ওই বৃদ্ধার লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় এখনও শনাক্ত হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনার পর থেকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় নানা উদ্বেগ ও প্রশ্ন উঠেছে, বিশেষ করে রেললাইনের নিরাপত্তা এবং পথচারীদের সতর্কতা সম্পর্কে।