কারিনা প্রকাশ করলেন, সাইফ রাতে ঘুমাতে যাওয়ার আগে কী করেন
মধ্য বয়সে পৌঁছেও রূপে কোনো ভাটা পড়েনি বলিউড অভিনেতা সাইফ আলি খানের। এবার স্বামী সাইফের এই সৌন্দর্যের রহস্য ফাঁস করেছেন তার স্ত্রী এবং অভিনেত্রী কারিনা কাপুর খান।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, সাধারণত পুরুষেরা রূপচর্চার বিষয়ে খুব একটা সচেতন নন। চুল কাটানো, সালোনে ম্যাসাজ কিংবা পেডিকিউর করানোই যেখানে তাদের কাছে যথেষ্ট, সেখানে সাইফ আলি খান এই বিষয়টি থেকে অনেকটাই আলাদা। মধ্য পঞ্চাশে পৌঁছেও তার রূপে কোনো কমতি নেই। তাই, সাইফের রূপচর্চার পদ্ধতি সম্পর্কে সম্প্রতি কথা বলেছেন কারিনা কাপুর খান।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজায় বিলাসী পণ্যের একটি শোরুম উদ্বোধনে গিয়ে, কারিনা জানান যে, সাইফ তার ত্বকের যত্নে যথেষ্ট সচেতন। তিনি নিয়মিত ত্বকচর্চার প্রসাধনী ব্যবহার করেন এবং রাতে ঘুমানোর আগে প্রচুর ময়েশ্চারাইজার মাখেন। কারিনা বলেন, সাইফ রূপচর্চার বিষয়ে অনেক খুঁতখুঁতে, যা তার সৌন্দর্যের অন্যতম কারণ। তিনি আরও বলেন, “এমনটা হতে পারে, এজন্যই সাইফ সবসময় এত সুন্দর দেখায়।”
এছাড়া, কাপুর এবং পদৌতি পরিবারের সদস্যরা সবসময় তাদের ত্বক ভালো রাখতে সক্ষম। কারিনা মনে করেন, ত্বক সুস্থ রাখতে শুধু শারীরিক যত্নই নয়, মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। পরিবারের সবাইকে নিয়ে হাসিমুখে জীবন উপভোগ করার আনন্দ ত্বকে ফুটে ওঠে বলে মন্তব্য করেন তিনি।