কুমিল্লায় বিজিবির অভিযান: ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লার আদর্শ সদরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (১০ ব্যাটালিয়ন) এক সফল অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে। অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায়, কুমিল্লা সদরের পালপাড়া এলাকায়।
আটককৃতরা হলেন, কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. বাহার মিয়া (২০)।
বুধবার (২০ নভেম্বর) বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং সিএনজির মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।