মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা


নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২৪

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টানিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোট:

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বাড়াতে মাঠ পর্যায়ে তদারকি ও পণ্য আমদানির ওপর গুরুত্ব দিচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এই সমস্যা সমাধানে সরবরাহ বাড়ানোর সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু পণ্যে শুল্ক কমানোর ফলে দাম কিছুটা হ্রাস পেয়েছে। পাশাপাশি, ভোক্তা অধিকার সংরক্ষণের কাজকে আরও জোরালোভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সেখ বশির উদ্দিন আরও বলেন, সরকার জনগণের কষ্ট সম্পর্কে অবগত। ইতোমধ্যে চাল আমদানি শুরু হয়েছে এবং প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেলের দাম স্থিতিশীল রাখতে ব্যাপক কাজ চলছে। আসন্ন রমজান মাসের কথা মাথায় রেখে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

তিনি বলেন, আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশ—যেমন ভারত, পাকিস্তান বা চীন—দেখা হবে না। বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বাণিজ্যিক টানাপোড়েন নেই এবং বাণিজ্য উদারনীতিই বজায় থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি