কুবিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ২ জন শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে দুইজন শিক্ষককে মনোনীত করা হয়। সেটার প্রেক্ষিতে আজকে সিন্ডিকেট সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।