মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতের সঙ্গে চুক্তি রিভিউয়ে দ্রুত অগ্রগতি সম্ভব নয়: তৌফিক হাসান


ভারতের সঙ্গে চুক্তি রিভিউয়ে দ্রুত অগ্রগতি সম্ভব নয়: তৌফিক হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২৪

চুক্তি রিভিউয়ে ভারতের সঙ্গে চুক্তি রিভিউয়ে দ্রুত অগ্রগতি সম্ভব নয়: তৌফিক হাসান

ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনার বিষয়টি সময়সাপেক্ষ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বলেছিলেন যে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে। তবে গত ১০০ দিনে কোনো অগ্রগতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান জানান, ভারত-বাংলাদেশের মধ্যে সই হওয়া চুক্তি ও সমঝোতাগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং, এ বিষয়ে পদক্ষেপ নিতে হলে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা সময়সাপেক্ষ।

তিনি আরও বলেন, “গত ১০০ দিনে হয়তো এ বিষয়ে অগ্রগতি সীমিত ছিল, তবে আমরা আশা করি, আগামী দিনগুলোতে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।”

ভারতের ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের ভিসা সেন্টার খোলা রয়েছে। তারা মেডিকেল ও শিক্ষার্থীদের ভিসায় অগ্রাধিকার দিচ্ছে। তবে বারবার জনবল সংকটের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ভারত শিগগিরই এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি