কুবিতে আয়োজিত হলো ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের চড়ুইভাতির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক চড়ুইভাতি আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা এ চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হায়াত এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলমান ছিলো। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরা রান্না করেন এবং দিনব্যাপী রেফেল ড্র, চেয়ার সেটিংসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সংঘঠনের সভাপতি মোঃ তাওহীদ হোসেন সানি বলেন, “সকলের উপস্থিতর মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে এবং খুব শীঘ্রই নবীনদের জন্য নবীনবরণ আয়োজন করবো।”
সংঘঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়া জানান,”ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন আমাদের জন্য একটি পরিবারের মতো, যেখানে আমরা একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়াই এবং এর মাধ্যমে আমাদের একে অপরের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এই ধরনের আয়োজনগুলো আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর করে। ভবিষ্যতে আমরা এইরকম আরো অনেক আয়োজন করার চেষ্টা করবো।”