মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবির জালালাবাদ এসোসিয়েশনের নতুন দায়িত্বে মুহসিন-মেহরাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২৪

কুবির জালালাবাদ এসোসিয়েশনের কুবির জালালাবাদ এসোসিয়েশনের নতুন দায়িত্বে মুহসিন-মেহরাজ

ফায়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের মুহসিন জামিলকে সভাপতি এবং সিএসই বিভাগের ১৪তম ব্যাচের মো. মেহরাজ হোসেন ইফতিকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (২৩ নভেম্বর) সদ্য বিদায়ী সভাপতি মো. সামিন বখশ সাদী ও সাধারণ সম্পাদক তাওহীদা নাসরীন সোনালি স্বাক্ষরিত এবং সংগঠনের উপদেষ্টা হাসেনা বেগমের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৩০টি পদে মোট ৮৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে সভাপতি মুহসিন জামিল এবং সাধারণ সম্পাদক মো. মেহরাজ হোসেন ইফতির নেতৃত্বে ১১ জন সহ-সভাপতি, ২০ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৬ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। আজীবন সদস্য হিসেবে রয়েছেন মো. সামিন বখশ সাদী এবং তাওহিদা নাসরীন সোনালী।

এ বিষয় নতুন কমিটির সভাপতি মুহসিন জামিল জানান,”জালালাবাদ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেটি শিক্ষার্থীদের সংগঠন। শুরু লগ্ন থেকেই এই সংগঠন সিলেট থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে ও যথাসাধ্য ভূমিকা রাখার চেষ্টা করছে। এবং এর মাধ্যমে সিলেটি দের নিজস্ব সংস্কৃতির চর্চা ও নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক ও বৃদ্ধির জন্য ও সংগঠন টি অন্যতম ভূমিকা রাখছে। এছাড়াও সিলেট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতা তৈরি করা ও এর অন্যতম লক্ষ্য। আশা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিলেট থেকে আগত শিক্ষার্থীরা সফলতার সাক্ষর রাখবে, জালালাবাদ এসোসিয়েশন -এর সদস্যদের জন্য কাজ করে যাবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি