মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহরুখের চেয়ে এগিয়ে আমিরের সাবেক স্ত্রী কিরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২৪

শাহরুখের চেয়ে এগিয়েশাহরুখের চেয়ে এগিয়ে আমিরের সাবেক স্ত্রী কিরণ

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের সেরা ছবির তালিকায় বলিউড অভিনেতা আমির খান প্রযোজিত ছবি ‘লাপাতা লেডিজ’ সহজেই স্থান করে নিয়েছে। ভারতীয় দর্শকদের হৃদয় জয় করা এই মিষ্টি প্রেমের ছবিটি এখন জাপানের সিনেমাপ্রেমীদের মনেও জায়গা করে নিচ্ছে।

সাবেক আমিরপত্নী কিরণ রাও পরিচালিত এই ছবিটি কিছুদিন আগেই জাপানে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে বিশাল সাড়া ফেলেছে। জাপানে মুক্তি পাওয়া ভারতীয় ছবি হিসেবে আয় করার দিক থেকে এটি এখন রীতিমতো ঝড় তুলেছে। এই গ্রামীণ সহজ-সরল প্রেমের গল্পটি আমির খানের প্রযোজনায় শাহরুখ খানের ‘পাঠান’ ও প্রভাসের ‘সালার’-এর মতো বড় বাজেটের ছবিকে পেছনে ফেলে দিয়েছে।

জাপানের বক্স অফিসে ভারতীয় ছবিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনীত এই ছবিটির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয় করেছিল। এর পরে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ ছবিটিও বিশাল সাফল্য পেয়েছে। জানা গেছে, ২০২৫ সালের অস্কারে ভারতের পক্ষ থেকে এই ছবিটি অফিসিয়াল এন্ট্রি পেয়েছে।

‘লাপাতা লেডিজ’ ছবিটি এই বছর মার্চ মাসে মুক্তি পায়। যদিও ভারতীয় বক্স অফিসে এটি উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেনি, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। জাপানের বক্স অফিসে ছবিটি মুক্তির পর ৪৫ দিনের মধ্যে ৫০ মিলিয়ন ইয়েনের (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৭৫ কোটি টাকা) বেশি আয় করেছে।

‘লাপাতা লেডিজ’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৩১ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে আয় ছিল ২৫ কোটি টাকা।

শাহরুখ খানের ‘পাঠান’ জাপানের বক্স অফিস থেকে প্রায় ৫০ মিলিয়ন ইয়েন আয় করেছিল, আর প্রভাসের ‘সালার’ আয় করেছিল ৪৬ মিলিয়ন ইয়েন। ধারণা করা হচ্ছে, ‘লাপাতা লেডিজ’ ভবিষ্যতে প্রভাসের ‘বাহুবলী’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। রাজামৌলির পরিচালিত ‘বাহুবলী’ ৭৫ মিলিয়ন ইয়েন আয় করেছিল, আর সালমানের ছবিটি ৮০ মিলিয়ন ইয়েন আয় করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি