প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কীর্তি সুরেশ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলের সঙ্গে তিনি জীবনসঙ্গী হতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কীর্তি সুরেশের সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সম্পর্ক স্কুলজীবন থেকে। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়, যা এখন বিয়েতে পরিণত হতে চলেছে।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে তাদের বিয়ে হবে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিবাহ অনুষ্ঠান, যা চলবে তিন দিন।
বিয়ে পরবর্তী সময়ে কীর্তি দুবাইতে চলে যেতে পারেন বলে শোনা যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রী কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে দক্ষিণী সিনেমার বেশ কিছু তারকা উপস্থিত থাকবেন, যেমন থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, নানি। পাশাপাশি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।