মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


যাত্রাবাড়ীতে শিক্ষার্থী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০২৪

শিক্ষার্থী সংঘর্ষেযাত্রাবাড়ীতে শিক্ষার্থী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট:

যাত্রাবাড়ীর ডেমরায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অন্তত তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনা সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকশত শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর হয় এবং এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের বহু শিক্ষার্থী আহত হন।

হামলার সময় কলেজ ভবনের বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ডিএমআরসি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানায়। এছাড়া দোষীদের শাস্তির আশ্বাসও দেয় পুলিশ।

এর আগে সকাল ১০টা থেকেই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কে লাঠিসোঁটা নিয়ে জমায়েত হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় এবং অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একত্রিত হয়।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত সন্ত্রাসীরা এই হামলা করে। এতে আমাদের তিনজন শিক্ষার্থী নিহত এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “হামলাকারীদের অধিকাংশ শিক্ষার্থী নয়; বরং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা আমাদের গুরুত্বপূর্ণ নথি, সম্পদ এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে।”

কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করে জানিয়েছে, “প্রশাসনের বিভিন্ন স্তরে সহযোগিতা চেয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমাদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি