যাত্রাবাড়ী ও ডেমরায় শিক্ষার্থী সংঘর্ষের পর ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষিতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার ‘মেগা মানডে’ ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন তারা। দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজ ও নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। এতে মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোল্লা কলেজে নির্বিঘ্নে ভাঙচুর চালায়। পুলিশও তেমন কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। শিক্ষার্থীরা মাইকিং করে ভাঙচুর চালাতে থাকে।
যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কাজ করছে।
পেছনের ঘটনা
‘ভুল চিকিৎসার’ কারণে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে গতকাল রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা কবি নজরুল কলেজেও হামলা চালায়।
রোববারের ঘটনার প্রতিশোধ হিসেবে আজ মোল্লা কলেজে হামলা চালায় সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। সংঘর্ষের কারণে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।