কুবিতে সাংবাদিকতা বিভাগের আয়োজনে হেমন্ত উৎসব পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে হেমন্ত উৎসব- ১৪৩১’ এর আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেমন্ত উৎসবে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম ও প্রভাষক জাকিয়া জাহান মুক্ত। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, র্যাম্প শো ও নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীরা হেমন্তের উৎসবে মেতে উঠে। এ ছাড়া শীতের আমেজে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, ‘আমি শুধু এপাশ-ওপাশ তাকাচ্ছিলাম আর দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে উপভোগ করছিলাম। প্রতি বছরের ন্যায় এই বছর হেমন্ত উৎসব অন্যান্য বারের তুলনায় ছাড়িয়ে গেছে। মনে হচ্ছে নতুন নতুন প্রতিভা বের হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় সাংস্কৃতিক অঙ্গনেও সেরা।’