মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: পরিবেশ উপদেষ্টা


বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: পরিবেশ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২৪

বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়মবাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, হাওরের বোরো ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বাঁধ নির্মাণের কাজ নির্ধারিত সময়েই শেষ করা হবে, এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। পরিবেশ রক্ষা করেই এই কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, “সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে বড় ধরনের বন্যার আগেই কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারে।”

এই সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধসহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি