ইসকনের হামলায় আইনজীবী হত্যার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ
ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। ধাপে ধাপে আরও কয়েকটি মিছিল নিয়ে এসে ‘ছাত্র আন্দোলন চত্ত্বরে’ একত্রিত হোন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘চট্টগ্রামে জবাই করে, দিল্লিতে নৃত্য করে’, ‘তুমি কে? আমি কে? সাইফুল সাইফুল’, ‘ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সারা বাংলায় খবর দে, ইসকনকে কবর দে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইসকন সমর্থক যারা পরবর্তীতে সহিংসতা সৃষ্টি করতে চাইবে তাদেরকেও প্রতিহত করা হবে।’
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘ভারতীয় আগ্রাসনবাদী ইস্কন সংগঠন। এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করাই তাদের মূল লক্ষ্য। আজকে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে খোঁজে বের করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে’।
এর আগে, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।