সরকারের বক্তব্যে বিভ্রান্তি নয়, দায়িত্বশীলতার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের উচিত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা। তিনি উল্লেখ করেন, “এই সরকার কারও দয়ায় তৈরি হয়নি; এটি গড়ে উঠেছে দেশের ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে।”
বুধবার শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘স্বৈরাচার পতন, গণতান্ত্রিক
মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের জন্য শান্তিময়, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে সবসময় স্মরণ করি। শহীদ ডা. মিলন তেমনই একজন নক্ষত্র, যিনি দেশ, গণতন্ত্র ও বাক্স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ‘৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন থেকে বোঝা যায়, তরুণ-যুবকরা দেশের পরিবর্তনের জন্য বারবার আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ দেশের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
বিএনপি মহাসচিব বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “এত ত্যাগের বিনিময়ে আমরা কি এমন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যেখানে তিন মাসও পার হয়নি, অথচ রাস্তায় রক্ত ঝরছে, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে? এটা কি আমাদের কল্পনার বাংলাদেশ?”
তিনি বর্তমান বিভাজন ও হিংসার সমালোচনা করে বলেন, “এই বিভাজন, ঘৃণা ও মিথ্যার রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। এভাবে বারবার টেনে ধরা, আবার পড়ার দৃষ্টান্ত আমরা আর চাই না।”
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম এবং অন্যরা।
মির্জা ফখরুল জনগণের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে এবং গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।