মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৪৭তম বিসিএস: ক্যাডার ও নন-ক্যাডারে ৩৬৮৮ পদের বিজ্ঞপ্তি প্রকাশ


৪৭তম বিসিএস: ক্যাডার ও নন-ক্যাডারে ৩৬৮৮ পদের বিজ্ঞপ্তি প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২৪

ক্যাডার ও নন-ক্যাডারে৪৭তম বিসিএস: ক্যাডার ও নন-ক্যাডারে ৩৬৮৮ পদের বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১,৩৩১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য ক্যাডারের পর সাধারণ শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি ৯২৯টি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি, পররাষ্ট্রে ১৫টি, পুলিশে ১০০টি, তথ্যে ৪৩টি, কৃষিতে ১৬৮টি এবং কর ক্যাডারে ১০৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএসে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনকারীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

বয়সসীমার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়া, সরকারের অনুমতি ছাড়া কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি আবেদন করতে পারবেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি